ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

লাশবাহী অ্যাম্বুলেন্স পুকুরে, আহত ৪ চকরিয়ায়

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে লাশবাহী একটি অ্যাম্বুলেন্স পুকুরে পড়ে চার জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিক আহতদের নামপরিচয় জানা যায়নি।

আজ রবিবার (২০ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টায় মহাসড়কের হারবাং ইউনিয়নের গয়ালমারা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম চকরিয়া নিউজকে বলেন, ভোরে চট্টগ্রাম থেকে লাশ নিয়ে একটি অ্যাম্বুলেন্স কক্সবাজার যাওয়ার পথে চকরিয়া পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে হারবাং গয়ালমারা এলাকায় সড়কের পাশের পুকুরে পড়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ ও আহতদের উদ্ধার করা হয়। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে লাশ অন্য একটি গাড়িতে করে বাড়ি পৌঁছানুর ব্যবস্থা করা হয়। দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে।

পাঠকের মতামত: