ঢাকা,শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

লামায় ৩ ইটভাটাকে তিন লাখ টাকা জরিমানা

লামা সংবাদদাতা :: অনুমতি ছাড়া ইটভাটা পরিচালনার দায়ে বান্দরবানের লামার ফাইতংয়ে তিন ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (১৮ ডিসেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাহাতুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

সহকারী কমিশনার এস এম রাহাতুল ইসলাম জানান, অনুমতি ছাড়া ইটভাটা পরিচালনা করায় বিবিএম, এসকেবি ও এসএবি ব্রিকসকে ১ লাখ টাকা করে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

লামা সদর রেঞ্জ কর্মকর্তা একেএম আতা এলাহি বলেন, বনের কাঠ না পুড়াতে ইতোমধ্যে বন বিভাগের পক্ষ থেকে সব ইটভাটা মালিককে নোটিশ দেয়া হয়েছে।

 

পাঠকের মতামত: