ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

লামায় ২৫০ পিস ইয়াবা সহ আটক ১

মোহাম্মদ রফিকুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি ::

বান্দরবানের লামায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ২৫০ পিস ইয়াবা মো. আকরাম (৩০) নামে একজনকে আটক করেছে লামা থানা পুলিশ। সোমবার (১৪ জানুয়ারী) বিকেলে লামা পৌরসভার কলিঙ্গাবিল মার্মা হতে ইয়াবা সহ তাকে হাতেনাতে আটক করা হয়। সে লামা বাজার পাড়ার মৃত জয়নাল আবেদীনের ছেলে।

লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু সালাম চৌধুরী ও লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহার নির্দেশে অভিযান পরিচালনা করে এসআই জয়নাল আবেদীন ও এএসআই রাম প্রসাদ দাশ।

এসআই জয়নাল আবেদীন জানান, নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মাঠে নামে পুলিশ। ইয়াবা কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে কলিঙ্গাবিল মার্মা পাড়ার মংচানু মার্মার বাড়িতে অভিযান চালায় তারা। এসময় হাতেনাতে ২৫০ পিস ইয়াবা সহ মো. আকরামকে আটক করে এবং আরো একজন পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা বলেন, ইয়াবা সহ আটক আকরামের নামে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। তার নামে আগেও কয়েকটি মামলা রয়েছে।

পাঠকের মতামত: