লামা সংবাদদাতা :: কক্সবাজার মহাসড়কের চকরিয়া সীমান্তবর্তী লামার আজিজনগরে ৬০ লিটার দেশীয় চোলাই মদসহ আব্দুস শুক্কুর (২৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আব্দুস শুক্কুর লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের রুস্তম পাড়ার আবুল কাশেমের ছেলে।
আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে আজিজনগর পোস্ট অফিসের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
আজিজনগর পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. শামীম শেখ বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদ পেয়ে পুলিশ মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় আজিজনগর পোস্ট অফিসের সামনে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়। এসময় অভিযানে ৬০ লিটার দেশীয় চোলাই মদসহ আব্দুস শুক্কুরকে আটক করা হয়। তবে তার অন্য দুই সহযোগী দেলোয়ার ও মিজান নামের দুই ব্যক্তি পালিয়ে যায়।
লামা থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম চকরিযা নিউজকে জানায়, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তি লামা থানা হেফাজতে রয়েছে বলে পুলিশ সুত্রে জানিয়েছে ।
পাঠকের মতামত: