ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

লামায় ডাম্পারের চাপায় কিশোর নিহত

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::
বান্দরবানের লামা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের সময় ডাম্পার গাড়ির চাপায় পড়ে জয়নাল আবেদীন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন।

নিহত কিশোর জয়নাল আবেদীন উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রইঙ্গারঝিরি এলাকার খলিলুর রহমানের ছেলে।

আজ রবিবার (৬ ডিসেম্বর ২০২০) সকাল ৯টায় এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী একজন বলেন, ‘‘ডাম্পার গাড়িটি খুটাখালী ছড়া থেকে জনৈক এমরানের ব্রিকফিল্ডের জন্য বালু নিতে আসছিল। কিশোর জয়নাল আবেদীন ডাম্পার গাড়ির পিছনে ছিল। ড্রাইভার খেয়াল না করে গাড়িটি পিছনে নিতে গেলে ছেলেটি চাপা পড়ে। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হলে, স্বজনরা লাশটি বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে।

এদিকে ঘটনার পরপরই পার্শ্ববর্তী কাগজীখোলা পুলিশ ফাঁড়ির আইসি সঙ্গীয় সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।

নাম প্রকাশ না করা সত্ত্বে এক প্রত্যেক্ষদর্শী বলেন, কিশোর ছেলেটি গাড়ির নিচে চাপা পড়ার বিষয়টি জেনেও তার মৃত্যু নিশ্চিত করতে ড্রাইভার গাড়ি পিছনে আনা বন্ধ করেনি এবং গাড়ির লোকজন ছেলেটিকে হাসপাতালে নিতে গড়িমসি করেছে।

বালুবাহী ডাম্পার গাড়ির চাপায় পড়ে কিশোর নিহতের বিষয়টি নিশ্চিত করে ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার বলেন, প্রতিনিয়ত ‘‘ইউনিয়নের কমপক্ষে ৪০টি স্পট হতে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচার চলছে।

এই বিষয়ে কথা হয় লামা সার্কেলের (লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রিজওয়ানুল ইসলামের সাথে। তিনি বলেন, বিষয়টি আমি দেখছি এবং তাদের বিরুদ্ধে আহনগত ব্যবস্থা নেয়া হবে।

পাঠকের মতামত: