ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

রোহিঙ্গা হত্যা বন্ধের দাবীতে পেকুয়ায় মানববন্ধন

Pekua Pic 31-08-2017স্টাফ রিপোর্টার. পেকুয়া:

মিয়ানমারের রোহিঙ্গাদের উপর গণহত্যা বন্ধের দাবীতে মানববন্ধন করেছে পেকুয়া উপজেলার সর্বস্থরের জনসাধারণ। বৃহস্পতিবার (৩১আগস্ট) বিকেলে পেকুয়া উপজেলার সদর চৌমুহনীতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 মানববন্ধনে বক্তব্য রাখেন, পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, পেকুয়া উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক এম দিদারুল করিম, সাংবাদিক শেখ মোহাম্মদ হানিফ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য এস এম শাহাদাত হোছাইন, পেকুয়া উপজেলা শ্রমিকদলের সভাপতি মুজিবুল হক চৌধুরী, পেকুয়া বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক মিনহাজ উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে পেকুয়া উপজেলা চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু বলেন, বিশ্বের ইতিহাসে এমন কোন নজির নেই যে এভাবে গণহত্যার সময় মানুষ চুপ করে থাকে, রোহিঙ্গারা মানুষ সমাজে এদের বেঁেচ থাকার অধিকার আছে। তাদের নির্বিচারে এভাবে হত্যা করা হচ্ছে। এব্যাপারে বিশ্ব মানবাধিকার সহ জাতিসংঘকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ সরকারের কাছে আবেদন থাকবে, মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের ব্যাপারে কোন সিদ্ধান্ত নিন। মানববন্ধনের পরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পেকুয়া চৌমুহনী চত্ত্বর থেকে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। এতে সামাজিক রাজনৈতিক ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পাঠকের মতামত: