ঢাকা,মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

রোহিঙ্গা ইস্যুতে কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী

hasinaশাহেদ মিজান, কক্সবাজার:
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের জন্য আগামী ১২ সেপ্টেম্বর কক্সবাজার আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে তিনি রোহিঙ্গা ক্যাম্প গুলো পরিদর্শন করে রোহিঙ্গাদের সহানুভূতি জানাবেন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় কক্সবাজারে আসবেন। তবে কক্সবাজার বিমানবন্দর নাকি সরাসরি উখিয়া বা টেকনাফে অবতরণ করবেন তা নিশ্চি হওয়া যায়নি। সফরকালে প্রধানমন্ত্রী উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এসময় তিনি রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশার কথা শুনবেন এবং তাদের সমবেদনা জানাবেন।
প্রধানমন্ত্রীর সাথে আওয়ামী লীগের আরো বেশ কয়েক শীর্ষ নেতাও সফর সঙ্গী হবেন বলে জানা গেছে।

পাঠকের মতামত: