ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

রিফাত হত্যা : রায় ৩০ সেপ্টেম্বর, আইনজীবীর জিম্মায় মিন্নি

বরগুনার বহুল আলোচিত শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির রায় দেয়া হবে ৩০ সেপ্টেম্বর। বুধবার রায়ের কথা ঘোষণা করেছে আদালত।

আজ বুধবার আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে বুধবার যুক্তি খণ্ডন করেছে রাষ্ট্রপক্ষ। সকাল ১১টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মাদ আসাদুজ্জামান মিয়ার আদালতে যুক্তিখণ্ডন শুরু হয়। যুক্তিখণ্ডন শেষে মামলার রায়ের দিন ধার্য করেন আগামী ৩০ সেপ্টেম্বর। সাক্ষীদের হুমকি দেয়ার অভিযোগে মিন্নির জামিন বাতিলের আবেদনের শুনানি শেষে আদালত মিন্নিকে রায়ের আগ মুহূর্ত পর্যন্ত তার আইনজীবীর জিম্মায় দিয়েছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মজিবুল হক কিসলু জানান, প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তাসহ ৭৬ জন সাক্ষীর প্রত্যেকেই সাক্ষ্য দিয়েছেন আদালতে। এরপর ২৬ আগষ্ট থেকে শুরু হয় যুক্তিতর্ক। রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক শেষে আসামিপক্ষের আইনজীবীরা তাদের যুক্তি তুলে ধরেন আদালতে। আজ আসামিপক্ষের আইনজীবীদের যুক্তি খণ্ডন করেন রাষ্ট্রপক্ষ। এরপরই মামলার রায়ের দিন ধার্য করেন বিচারক।
এদিকে সাক্ষীদের হুমকি দেয়ার অভিযোগে গত ৮ জানুয়ারি মিন্নির জামিন বাতিলের আবেদন করেন রাষ্ট্রপক্ষ। দফায় দফায় সময় চায় মিন্নির আইনজীবী। আদালত সময় বাড়ানোর আবেদন মঞ্জুর করায় পিছিয়ে যায় জামিন বাতিলের আবেদনের শুনানি। আজ মিন্নির জামিন বাতিলের আবেদনের শুনানি শেষে আদালত মিন্নিকে তার আইনজীবীর জিম্মায় দিয়েছেন।

গত বছরের ২৬ জুন সন্ত্রাসী নয়ন-রিফাত বন্ড বাহিনী বরগুনা সরকারি কলেজ গেটে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে রিফাত শরীফকে। এরপর রিফাতের স্ত্রী মিন্নিসহ ২৪ জনকে আসামি করে পৃথক দুটি চার্জশিট দেয় পুলিশ।

পাঠকের মতামত: