ঢাকা,বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

রাষ্ট্রদূতকে তলব: রোহিঙ্গা হত্যার কড়া প্রতিবাদ বাংলাদেশের

rohinga2মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর বর্বর নির্যাতন ও হত্যার কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

বুধবার বিকেলে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত মিউ মিন্ট থানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে এ প্রতিবাদ জানানো হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব কামরুল আহসান জানান, আমরা রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর নির্যাতন, অগ্নিসংযোগ ও হত্যার বিষয়ে উদ্বেগের কথা জানিয়েছি। এছাড়া অবিলম্বে এসব বন্ধের জন্য বলেছি।

তিনি বলেন, জবাবে মিয়ানমারের রাষ্ট্রদূত খবরের কাগজে প্রকাশিত সংবাদকে বানোয়াট বলে দাবি করেছেন। রাষ্ট্রদূত বলেছেন, প্রকৃত অর্থে এমন কিছুই হচ্ছে না।পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সময় মিয়ানমারের রাষ্ট্রদূতের হাতে একটি প্রতিবাদ পত্রও তুলে দেয়া হয়েছে বলে জানান তিনি। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বেরিয়ে মিয়ানমার রাষ্ট্রদূত সাংবাদিকদের সঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, মিয়ানমারের আরাকান রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের ওপর ব্যাপক নির্যাতন চালাচ্ছে দেশটির সেনাবাহিনী ও স্থানীয়রা। গত কয়েকদিনে ওই রাজ্যে সহিংস ঘটনায় এখন পর্যন্ত ১৩০ জনের প্রাণহানি ঘটেছে বলে বার্তাসংস্থা রয়টার্স, বিবিসিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানানো হয়েছে।

 

পাঠকের মতামত: