ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

রামুর ২ যুবক ৬ হাজার ইয়াবাসহ চট্টগ্রামে আটক

নিজস্ব প্রতিবেদক :: চট্টগ্রাম নগরীর শাহ আমানত সেতু এলাকায় ৬ হাজার ইয়াবাসহ কক্সবাজারের রামুর দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হল- কক্সবাজারের রামুর মো. ছমিউল্যাহ’র ছেলে মো. সোহেল (২৪) ও মৃত মো. সোলাইমানের ছেলে মো. খাইরুল আমিন (৩০)। আজ রবিবার (১৮ সেপ্টেম্বর) তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বাকলিয়া থানার এসআই মো. রবিউল। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানা এলাকা থেকে দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তারা দীর্ঘদিন ধরে নগরীর বিভিন্ন এলাকায় টেকনাফ  থেকে নিয়ে এস ইয়াবা বিক্রি করে আসছিল।

পাঠকের মতামত: