ঢাকা,বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪

রামুতে স্ত্রীকে গলাটিপে হত্যা করলো স্বামী

images-9-300x168সোয়েব সাঈদ, রামু:
রামুতে স্ত্রীকে গলাটিপে হত্যা করেছে স্বামী। বর্বরোচিত এ ঘটনাটি ঘটেছে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ২ নং ওয়ার্ডের কেচুবনিয়া এলাকায়। সোমবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। নিহত সামসুন্নাহার (২৫) স্থানীয় আবদুস ছালামের স্ত্রী। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে।
স্থানীয় বাসিন্দা খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের সদস্য লিয়াকত আলী জানিয়েছেন, দীর্ঘদিন সামসুন্নাহারের সাথে স্বামী আবদুস ছালামের ঝগড়া বিবাদ লেগে থাকতো। তাদের সংসারে ইয়াছিন নামে ৫ বছরের এক পুত্র শিশু রয়েছে।
তিনি আরো জানান, বিরোধের জের ধরে সোমবার ভোরে স্ত্রী সামসুন্নাহারকে গলা টিপে হত্যা করে আবদুস ছালাম। সামসুন্নাহারের গলায় ও দেহে আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সামসুন্নাহারের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এদিকে এ ঘটনায় নিহত শামসুন্নাহারের ভাই মো. ফিরোজ বাদি হয়ে সোমবার রামু থানায় মামলা দায়ের করেছেন। জানা গেছে, নিহত সামসুন্নাহারের পৈত্রিক বাড়ি উখিয়া উপজেলার মধ্যম হলুদিয়া গ্রামে।

পাঠকের মতামত: