ঢাকা,শনিবার, ২৩ নভেম্বর ২০২৪

রামুতে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা

dddখালেদ হোসেন টাপু,রামু

আসন্ন শারদীয় দূর্গাপূজা সুষ্ঠ ও শান্তিপুর্ন পরিবেশে উদযাপন করার লক্ষে কক্সবাজারের রামুতে প্রশাসনের প্রস্তুতি সভা বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

রামু উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত মোঃ নিকারুজ্জামানের সভাপতিত্বে প্রস্তুতিমুলক সভায় বক্তব্য রাখেন রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, রামু সার্বজনীন কেন্দ্রীয় কালী মন্দিরের পুরোহিত সজল ব্রাহ্মন চৌধুরী, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান, দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান ইউনুচ ভূট্টো, কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ, রামু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আবদুল মান্নান, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুবুর রহমান, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুফিজুল ইসলাম, রামু উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক তপন মল্লিক, যুগ্ম আহবায়ক স্বদীপ শর্মা প্রকাশ সিকদার, উত্তম দেওয়ানর্জী জনি, বনিক সমিতির সহ সভাপতি রুহুল আমিন রকি, রামু প্রেস ক্লাবের প্রতিনিধি সাংবাদিক খালেদ হোসেন টাপু, কচ্ছপিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার, আনসার ভিডিপি কর্মকর্তা ফরিদুল আলম, ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার সাইফুদ্দিন খালেদ, চৌমুহনী বনিক সমিতির সদস্য আজিজুল হক আজিজ, শ্রমিকলীগ সাধারণ সম্পাদক ওসমান গনি। এছাড়া উপজেলার ১৯টি মন্ডপের সভাপতি/সম্পাদকদের মধ্যে বক্তব্য রাখেন যথাক্রমে রতন দেওয়ার্জী, টিটু বিশ্বাস, বাদল শর্মা, সজল শর্মা, পলাশ পাল চৌধুরী, পুলক পাল চৌধুরী, সুজন চক্রবর্তী, নিশান পাল, সুজিত ধর, প্রবিন্দু ধর, সন্তোষ ধর, পশুরাম ধর, শচীন্দ্র ধর, প্রনব ধর,অনাথ বিন্দু ধর, বজেন্দ্র ধর,ডাঃ সমর চক্রবর্তী, যীশু রুদ্র, ছোটন দে, রাজীব ধর, সুমন চক্রবর্তী, গোপাল নাথ, সুলাল ধর, চন্দন ধর, বিকেকানন্দ ধর, বিপ্লব শর্মা অপু, সন্তোষ দাশ, ছোটন নাথ, বাদল ধর, উজ্জ্বল শর্মা, সুলাল দাশ, নয়ন চৌধুরী, রাখাল রুদ্র, রায়ধন শর্মা, জগত হরি ধর, আপন ধর, ডাঃ রাধাশ্যাম ও অধির দে প্রমুখ। ওই সভায় পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, পিডিবি, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় রামু উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ নিকারুজ্জামান বলেন, এবছর রামুতে ১৯টি প্রতিমা ও ১০ টি ঘট পূজা অনুষ্ঠিত হচ্ছে। আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের সব রকম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর বলেন, রামুতে সনাতন ধর্মের সবাই আনন্দ ও উৎসব মুখর পরিবেশের মাধ্যমে শারদীয় দূর্গা পূজা উদযাপন করতে পারে। সে লক্ষ্যে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে রামু থানা পুলিশ কাজ করবে। রামুতে প্রতিটি পূজা মন্ডপে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হবে ও প্রতিটি মন্ডপে মন্ডপে পর্যায়ক্রমে পুলিশ টহলরত থাকবে।

জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা বলেন, এবার রামুতে ২৯টি মন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব। এরমধ্যে এর মধ্যে ১৯ প্রতিমা ও ১০টি ঘট পূজা। তিনি সার্বক্ষনিক বিদ্যুৎ নিশ্চিত, পূজা মন্ডপে পর্যাপ্ত নিরাপত্তা মোতায়েন ও যাতায়ত ব্যবস্থার উন্নয়ন করার জন্য সংশ্লিষ্টদের আহবান জানিয়ে বলেন, এ উৎসব জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের। এ উৎসবে সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে অংশ গ্রহন করার জন্য আহবান জানান তিনি।

পাঠকের মতামত: