ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

রামু উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলমের ইন্তেকাল

সোয়েব সাঈদ, রামু ::
রামু উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও রামু উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান শামসুল আলম আর নেই। তিনি পবিত্র ওমরা হজ¦ পালনরত অবস্থায় রবিবার, ২০ নভেম্বর বাংলাদেশ সময় বিকাল ৩ টা ৩০ মিনিটে সৌদি আরবের মক্কা নগরীতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৬ বছর। তিনি ৪ ছেলে, ১ মেয়ে রেখে গেছেন।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড রামু উপজেলা শাখার চেয়ারম্যান ইউনুচ রানা চৌধুরী জানিয়েছেন- শামসুল আলমের মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। তিনি জানান- শামসুল আলম একজন সফল রাজনীতিক, অমায়িক ও পরোপকারি ব্যক্তি ছিলেন। তাঁর মৃত্যুতে রামুর রাজনৈতিক অঙ্গনে শূণ্যতার সৃষ্টি হয়েছে।
এদিকে রামু উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও রামু উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান শামসুল আলমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন- কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল। এক শোকবার্তায় তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি সমবেদন জানিয়েছেন।

পাঠকের মতামত: