ঢাকা,রোববার, ১৭ নভেম্বর ২০২৪

রামপালে কয়লা বিদ্যুৎ বাতিলে ২৬ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ

rampalপ্রেস বিজ্ঞপ্তি :

বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যের অন্যতম আধার সুন্দরবন রক্ষায় রামপাল কয়লা বিদুৎ কেন্দ্র বাতিলের দাবিতে ঢাকার মহাসমাবেশ সফল করার আহবান জানিয়েছেন তেল-গ্যাস, খণিজ সম্পদ ও বিদুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতৃবৃন্দ।

শনিবার বিকালে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে কক্সবাজার জেলা কমিটির এক সভায় নেতৃবৃন্দ এ আহবান জানান।

জাতীয় কমিটির নেতা সমীর পালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, কমরেড গিয়াস উদ্দিন, সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক করিম উল্লাহ, যুবনেতা শংকর বড়–য়া রুমি, শহীদুল্লাহ শহীদ, নুর মোহাম্মদ, আমিরুল ইসলাম মো. রাশেদ, ছাত্রনেতা সৌরভ দেব ও জিকু পাল।

সভায় বক্তারা বলেন, আন্তর্জাতিক ও জাতীয় কোন নিয়ম-নীতির তোয়াক্কা না করে সুন্দরবনের নিকটে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া জাতীয় স্বার্থ বিরোধী। সুন্দরবন মহাপ্রাণের আধার। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভের সুন্দরবন প্রাকৃতিক দুর্যোগের সময় মানব রক্ষার ঢাল হিসেবে কাজ করছে।

অন্যদিকে রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের বিরুদ্ধে বামপন্থীদের নেতৃত্বে যখন জনগণের ক্ষোভ বিস্ফোরণের মুখোমুখি; তখনই বিএনপি সরকার বিরোধী আন্দোলনে ব্যর্থ হয়ে সুন্দরবন রক্ষার নামে মায়াকান্না শুরু করেছে। এটি তাদের আন্তরিকতার বিষয় নয়, বরং বামপন্থীদের আন্দোলন নিয়ে জনগণের কাছে বিভ্রান্তি ছড়াছে বিএনপির অবস্থান।

সভায় বক্তারা সুন্দরবন রক্ষা ও রামপালের কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে আগামী ২৬ নভেম্বর ঢাকায় অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফল করার আহবান জানান।

পাঠকের মতামত: