ঢাকা,মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

মালয়েশিয়ায় সড়ক দূর্ঘটনায় রামুর মাওলানা খোরশেদ আলমের ইন্তেকাল

ccসোয়েব সাঈদ, রামু  :::

মালয়েশিয়ায় সড়ক দূর্ঘটনায় আহত রামুর মাদরাসা শিক্ষক মাওলানা খোরশেদ আলম আজ (২২ জুলাই) শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৫ টা ২০ মিনিটে মালয়েশিয়ার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মাওলানা খোরশেদ আলম রামুর ঐতিহ্যবাহি কেন্দ্রিয় জামেয়াতুল উলুম মাদরাসার সিনিয়র শিক্ষক এবং রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পশ্চিম মেরংলোয়া গ্রামের মরহুম রশিদ আহমদের ছেলে।

গত ১৭ জুলাই রাতে মালয়েশিয়ার কুলান নগরীতে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত মাওলানা খোরশেদ আলম সেখান একটি হাসপাতালের আইসিইউ’তে চিকিৎসাধিন ছিলেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৪৬ বছর। তিনি ২ স্ত্রী, ২ ছেলে, ৩ মেয়ে সহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুনগ্রাহি রেখে গেছেন।

ছোট ভাই মোহাম্মদ রাশেদুল আলম মাওলানা খোরশেদ আলমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মরদেহ দেশে নিয়ে আসার প্রক্রিয়া চলছে।

রামু জামেয়াতুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা হাফেজ শামসুল হক জানিয়েছেন, নিবেদিতপ্রাণ এ শিক্ষকের মৃত্যুতে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো এলাকাবাসীর মাঝে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। তিনি মহান আল্লাহর দরবারে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।

উল্লেখ্য মাওলানা খোরশেদ আলম বিগত রমজান মাসে পর্যটক ভিসা নিয়ে মালয়েশিয়া ভ্রমনে যান।

#####

সোয়েব সাঈদ

রামু প্রতিনিধি

২২ জুলাই ২০১৬

পাঠকের মতামত: