চট্টগ্রাম প্রতিনিধি :::
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাছানুজ্জামান মোল্লা বলেছেন, মাদক ব্যবসায়ী যত প্রভাবশালীই হুক কোনো ছাড় নেই। যুব সমাজকে ধ্বংস করতে এদেশে মাদক ছড়িয়ে দিচ্ছে মায়ানমার। তারা একদিকে মুসলিম রোহিঙ্গা নারী-শিশু ও যুবকদের হত্যা করে তাদের আরকান থেকে বিতাড়িত করেছে। অন্যদিকে মরণ নেশা ইয়াবার চালান একটি চক্রের মাধ্যমে এদেশে পাচার করে অধুনিক বিশ্ব গড়ার লক্ষে এগিয়ে যাওয়া বাংলাদেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আগামী প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে ইভটিজিং, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সমাজের সকল মানুষকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। গতকাল শনিবার দুপুর ১ টায় উপজেলার পুরাণগড় ইউনিয়ন পরিষদ ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুল ইসলাম স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত নাগরিক র্যালী শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পুরাণগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ.ফ.ম মাহবুবুল হক সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল হোসেন, সাবেক চেয়ারম্যান রাশেদ হোসেন দুলু, নুরুল ইসলাম স্মৃতি সংসদের উপদেষ্টা অশোক বড়–য়া, ইঞ্জিনিয়ার আমানুর রশিদ হিরু, আতাউল ইসলাম, শাহ সরফুদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার, আবু মোবারক জাহাঙ্গীর, হোসাইন মোহাম্মদ এরশাদ ও ছাত্রলীগ নেতা ইখতিয়ার উদ্দিন বাপ্পী। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ওসি রফিকুল হোসেন বলেন, মাদক থেকে আমাদের সন্তানদের দূরে রাখতে হবে। এটি একটি মরণ নেশা। মাদক য্বু সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। সকলের প্রচেষ্টায় দেশকে মাদকমুক্ত করতে হবে। বর্তমানে ইয়াবা বডি এদেশের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটি এখন বন্ধ করা না গেলে আগামী ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করে দেবে। তাই সবাইকে মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলার আহ্বান তিনি।
মুনীরা মোজাহের হোসনে আজিজ ফাউন্ডেশন চত্বর থেকে ইউনিয়নের সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে ব্যানার ধরে দুপুর ১২টায় নাগরিক র্যালি বের করে পুরাণগড়ের নয়াহাট বাজারে গিয়ে র্যালিটি শেষ হয়।
পাঠকের মতামত: