ঢাকা,মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪

ভাস্কর্য নিয়ে বাড়াবাড়ি করলে দেশের মানুষ তাদের প্রতিহত করবে -কোনাখালীতে রেজাউল করিম

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ও কোনাখালী ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম। তিনি গতকাল সোমবার বিকালে কোনাখালী বটতলী এলাকায় নেতাকর্মীদের সাথে সাক্ষাত করেন।

এসময় তিনি বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য বাঙালির অবিনাশী চেতনার মূর্ত প্রতীক। বঙ্গবন্ধুর ভাস্কর্য পরাধীনতার শৃঙ্খল ভেঙ্গে স্বাধীনতা ছিনিয়ে আনার অনুপ্রেরণা। বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিতর্ক সৃষ্টিকারীরা বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কের অপচেষ্টায় লিপ্ত হয়েছেন। বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্কের অপচেষ্টাকারীরা বাংলাদেশের স্বাধীন সত্তা নিয়ে বিতর্ক করছেন। কারণ বঙ্গবন্ধু ও বাংলাদেশ অবিচ্ছেদ্য। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য চিরভাস্বর হয়ে থাকবে। এ বিষয় নিয়ে অনাকাঙ্ক্ষিত বিতর্ক সৃষ্টিকারীদের অসৎ উদ্দেশ্য আছে। এটা নিয়ে বাড়াবাড়ি করলে এ দেশের স্বাধীনতাকামী কোটি কোটি মানুষ তাদের প্রতিহত করবে। মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করতে হবে, অসাম্প্রদায়িকতায় বিশ্বাস করতে হবে। বিজয়ের মাসে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে। এসময় উপস্থিত ছিলেন, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক ভাইস চেয়ারম্যান এসএম জাহাঙ্গীর আলম বুলবুল, সহ-সভাপতি জাফর আলম, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজবাউল হক, মোক্তার আহমদ মেম্বার, বিএমচর ইউনিয়নের সভাপতি বদিউল আলম, কোনাখালী আওয়ামীলীগ নেতা সোলতান মাহমুদ টিপু, অধ্যাপক মনজুর আলম, সাধারণ সম্পাদক শামসুল আলম, ইফতেখার বকুল, শাহ আলম, ছাত্রলীগ নেতা তাসকিন, নুরুল হুদা, মোস্তাফিজ, কফিল, বখতিয়ার ও সালাহউদ্দিন।

 

পাঠকের মতামত: