চট্টগ্রাম প্রতিনিধি : নগরের নিউমার্কেট মোড় থেকে ২ হাজার পিস ইয়াবাসহ আলী আহমদ (৪৬) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পু্লিশ।
বৃহস্পতিবার (২৬ জু্লাই) সকালে তাকে গ্রেফতার করা হয় বলে বাংলানিউজকে জানান নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (বন্দর জোন) আসিফ মহিউদ্দীন।
আসিফ মহিউদ্দীন বলেন, গোপন সূত্রে খবর পেয়ে আলী আহমদকে ২ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। ইয়াবাগুলো দুইটি বেগুনের ভেতরে লুকানো ছিল।
তিনি বলেন, বেগুনের ভেতর কৌশলে ইয়াবা রেখে শপিং ব্যাগে পলিথিন দিয়ে মোড়ানো ছিল। বিচি ফেলে দিয়ে এসব ইয়াবা রাখা হয়েছিল।
পাঠকের মতামত: