ঢাকা,শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

বিদেশী পিস্তলসহ মানব পাচারকারি শাকের মাঝি আটক টেকনাফে

teknaf-pic-251016গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ :::

টেকনাফে বিজিবি সদস্যদের বিশেষ অভিযানে বিদেশী পিস্তলসহ এক মানব পাচারকারি আটক।

বিজিবি সুত্রে জানা যায়, গতকাল ২৫ অক্টোবর মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিন গোদারবিল হিন্দু পাড়া এলাকায় গোপন সংবাদে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে সাবরাং ইউনিয়নের মুন্ডাল ডেইল এলাকার কবির আহম্মদের পুত্র শাকের আহম্মদ প্রকাশ শাকের মাঝি (৩০ কে একটি বিদেশী পিস্তলসহ আটক করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল মো. আবুজার আল জাহিদ, অস্ত্র মজুদ ও অস্ত্র পাচারের গোপন সংবাদে নাজির পাড়া বিওপির সদস্যরা মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় টেকনাফ দক্ষিণ গোদারবিল এলাকা থেকে অস্ত্রসহ এক যুবকে আটক করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা। তিনি আরো জানান, আটক ব্যাক্তির স্বীকারোক্তি মতে দক্ষিন নেঙ্গুরবিল এলাকার ইমান আলীর ছেলে তাকের নামে এক যুবকে পলাতক আসামী করা হয়েছে। তার পাশাপাশি তিনি আরো বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে বিজিবি সদস্যদের অভিযান অব্যাহত থাকবে।

পাঠকের মতামত: