ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

বিজিবি বাধ্য হয়েই গুলি চালিয়েছে: মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক :::image_151559_0

ঢাকা: প্রথম পর্বের ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিন পিরোজপুরের মঠবাড়িয়া ও টেকনাফের সাবলংয়ে বিজিবি বাধ্য হয়েই গুলি চালিয়েছে বলে দাবি করেছেন মেজর জেনারেল আজিজ আহমেদ।
তিনি বলেন, “ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময় উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে তার বাহিনী গুলি চালাতে বাধ্য হয়েছিল। আর গুলি চালানোর ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া মেনে চলা হয়েছে।”
বৃহস্পতিবার সকালে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দফতরে প্রত্যন্ত অঞ্চলের বিজিবি সদস্যদের জন্য মোবাইলে চিকিৎসা পরামর্শ প্রোগ্রামের উদ্বোধন শেষে বিজিবি মহাপরিচালক এ কথা বলেন।

গুলির ঘটনা সম্পর্কে আজিজ আহমেদ বলেন, “তখন রাত ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আর কোনো উপায় ছিল না। বিজিবি গুলি চালাতে বাধ্য হয়েছিল। গুলি চালানোর ক্ষেত্রে যথাযথ আইনি প্রক্রিয়া মেনে চলা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের নির্দেশে গুলি করা হয়েছে।”
গত ২২শে এপ্রিল পিরোজপুরের মঠবাড়িয়া এবং টেকনাফের সাবলংয়ে বিজিবির গুলিতে কয়েকজন নিহত হন।
বিজিবি মহাপরিচালক দাবি করছেন, দুটি জায়গাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। দুই ক্ষেত্রেই গুলি করার আগে ম্যাজিস্ট্রেটের লিখিত অনুমতি নেয়া হয়েছিল।
ভবিষ্যতে এ ধরণের পরিস্থিতিতেও বিজিবি একই ধরণের পদক্ষেপ নেবে বলেও হুঁশিয়ার করে দিয়েছেন তিনি।

পাঠকের মতামত: