ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

বিএনপি নেতা রিজভী আবারো কারাগারে

rizvi_ahmedঅনলাইন ডেস্ক :

বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আবারো কারাগারে যেতে হলো।

ভাঙচুর, অগ্নিসংযোগ এবং নাশকতার পাঁচটি মামলায় আজ জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয় ঢাকার একটি আদালত।

কয়েকদিন আগেই মি: রিজভীর বিরুদ্ধে আদালত গ্রেফতারী পরোয়ানা জারী করেছিল।

মি: রিজভীর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বিবিসি বাংলাকে জানিয়েছেন বৃহস্পতিবার ঢাকার একটি আদালতে পাঁচটি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেছিলেন।

আইনজীবী মি: তালুকদার জানিয়েছেন বিএনপি’র এ নেতাকে যে পাঁচটি মামলায় কারাগারে পাঠানো হয়েছে সেগুলো ঢাকার শাহ আলী, রমনা, পল্টন এবং খিলগাঁও থানায় দায়ের করা হয়েছিল।

আইনজীবী জানিয়েছেন, গত তিন বছরে মি: রিজভীর বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় মোট ৮৩টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগ মামলা ঢাকায় দায়ের করা হয়েছে।

২০১৩ সালের নভেম্বর মাস থেকে মি: রিজভী কয়েক দফা কারাগারে থেকেছেন। ২০১৩ সালের নভেম্বর মাসে পল্টনে বিএনপি কার্যালয়ে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় মি: রিজভীকে।

২০১৫ সালে মি: রিজভীকে আবারো আটক করা হলে তিনি প্রায় দশ মাস কারাগারে ছিলেন।বিএনপির ডাকে সরকার বিরোধী আন্দোলন চলাকালীন বিভিন্ন সময়ে এসব মামলা দায়ের করা হয়েছিল।-বিবিসি

পাঠকের মতামত: