ঢাকা,বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪

বাশিস জেলা কমিটির অর্থ সম্পাদক মনোনীত হলেন অধ্যাপক জুবাইদুল

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া ::  চকরিয়া আবাসিক মহিলা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. জুবাইদুল হক বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) কক্সবাজার জেলা শাখার অর্থ সম্পাদক মনোনীত হয়েছেন।

২৪ সেপ্টেম্বর-২০২০ইং তারিখ ৫১সদস্য বিশিষ্ট একটি কমিটির অনুমোদন করেন বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় পরিষদের সভাপতি মো. নজরুল ইসলাম রনি। এতে অধ্যাপক জুবাইদুল হক বাশিস কক্সবাজার জেলা কমিটির অর্থ সম্পাদক মনোনীত হন।

চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের হাললকাকারা সওদাগর পাড়ার বাসিন্দা অধ্যাপক জুবাইদুল হক চকরিয়া সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক। একইসঙ্গে তিনি চকরিয়া চক্ষু হাসপাতালের চেয়ারম্যান এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন।

 

পাঠকের মতামত: