ঢাকা,শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫

বান্দরবানে পালিত হলো ঐতিহ্যবাহী নবান্ন উৎসব

বান্দরবান সংবাদদাতা :: নেচে-গেয়ে আনন্দ উৎসবের মধ্য দিয়ে বান্দরবানের মারমা সম্প্রদায় পালন করল ঐতিহ্যবাহী নবান্ন উৎসব।

আজ মঙ্গলবার (৯ নভেম্বর) সকালে থোয়াইং পাড়া এলাকায় পাহাড়ি জুমে বান্দরবানের ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট এই উৎসবের আয়োজন করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর উপজেলার চেয়ারম্যান একে এম জাহাঙ্গীর। এছাড়া অনুষ্ঠানে ক্ষুদ্র সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক মংনু চিং মারমা, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান রাজুমং মারমা, বান্দরবান শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাচ্চুসহ মারমা সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।

উৎসবে মারমা তরুণ-তরুণীরা তাদের ঐতিহ্যবাহী বিলুপ্তপ্রায় গান, নৃত্য, পালা গান, কবিতাসহ নানা অনুষ্ঠান পরিবেশন করে। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া নবান্ন উৎসবসহ পাহাড়ি সম্প্রদায়ের বিলুপ্তপ্রায় ঐতিজ্য টিকিয়ে রাখতে ক্ষুদ্র সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রতিবছরই এরকম অনুষ্ঠানের আয়োজন করে থাকে। পাহাড়ে জুমের ফসল উঠে যাওয়ার পর মূলত পাহাড়ি গ্রামগুলোতে নবান্ন উৎসবের আয়োজন করে থাকে বিভিন্ন সম্প্রদায়। কালের বিবর্তনে এখন এই উৎসব অনেকটাই হারিয়ে যেতে বসেছে।

পাঠকের মতামত: