ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

বসুন্ধরা সিটিতে আগুন এখনো ধোঁয়া বের হচ্ছে

xxনিউজ ডেস্ক ::

ঢাকা: রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ৬ষ্ঠ লেভেল আগুন লাগে রোববার বেলা ১১টার দিকে। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট এখনো কাজ করছে।

বিকেল সাড়ে ৫টায়ও কমপ্লেক্সের ভেতর থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে। এই ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ভেতরে কয়েকজনের আটকে থাকার খবর পাওয়া গেছে। তবে তাদেরকে বের করা হয়েছে বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমদ খান দুপুর ১টার দিকে সাংবাদিকদের বলেন, আগুন নেভাতে তাঁরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

এর আগে ২০০৯ সালের ১৩ মার্চ শুক্রবার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে একবার আগুন লেগেছিল। ওই সময় অন্তত সাতজন নিহত হন। আহত হন আরো অর্ধশতাধিক। এছাড়া ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

পাঠকের মতামত: