ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় ৫ চেয়ারম্যান প্রার্থীসহ ১৫ জনের মনোনয়নপত্র জমা

পেকুয়া প্রতিনিধি ::   আগামী ২৪ মার্চ অনুষ্টিতব্য পেকুয়া উপজেলা পরিষদের নির্বাচনে লড়তে আজ ২৬ ফেব্রুয়ারী উপজেলা নির্বাচন অফিসে চেয়ারম্যান পদের জন্য ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে  আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কাসেম, স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগ নেতা এস.এম গিয়াস উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ নেতা  আবুল শামা শামীম ও সাবেক ছাত্রলীগ নেতা আমির আশরাফ চৌধুরী রুবেল মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

ভাইস চেয়ারম্যান পদে ছাত্রলীগ নেতা  মেহেদী হাসান ফরায়েজী, সাবেক ছাত্রলীগ নেতা নাছির উদ্দিন বাদশাহ, আওয়ামী লীগ নেতা  মাষ্টার নুর মোহাম্মদ, প্রবাসী মেহের আলী, জাতীয় পার্টি নেতা সাজ্জাদুল ইসলাম, ছাত্রলীগ নেতা কায়সার উদ্দিন,  আজিজুল হক মনোনয়ন পত্র দাখিল করেছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে  জেলা আওয়ামী লীগ নেত্রী উম্মে কুলসুম মিনু, সাবেক ভাইস চেয়ারম্যান নাজনীন ফারজানা লাভলী, মগনামার সাবেক এমইউপি হাছিনা বেগম মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

পাঠকের মতামত: