ঢাকা,শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় হামলায় ৪ মহিলা গুরুতর আহত

পেকুয়া প্রতিনিধি :
পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের আবাদিঘোনা এলাকায় বসতভিটার জায়গার বিরোধ নিয়ে দুবৃর্ত্তের হামলায় ৪ মহিলা গুরুতর আহত হয়েছে। আহতদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, ওই এলাকার মৃত সিরাজের পুত্র আবদু রহিম ও জাফর আলমের পুত্র জাহাঙ্গীর আলম গংদের মধ্যে বসতভিটার জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। ওই সময়ে তাদের উভয়পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে আবদু রহিম গংদের জায়গার দখল থেকে উচ্ছেদ করার মানসে ওই এলাকার জাফর আলমের পুত্র জাহাঙ্গীর আলম, নন্না মিয়ার পুত্র গিয়াস উদ্দিন, কবির আহমদের পুত্র বেলাল উদ্দিন গং দা, কিরিচ, লোহার রড দিয়ে হামলা করে। হামলায় মো: আলমের স্ত্রী নুরুন্নাহার(৪০), রবিউল আলমের স্ত্রী ফাতেমা বেগম(৩০), আবদু রহিমের স্ত্রী মোস্তফা খাতুন(৫৫), মহিউদ্দিনের স্ত্রী শামসুন্নাহার(৩৭)গুরুতর আহত হয়। তাদের মধ্যে শামসুন্নাহারকে চমেক হাসপাতালে রেফার করা হয়। এ দিকে বাদী আবদু রহিম জানায়, দৃবৃর্ত্তরা তার নিকট থেকে দুই লক্ষ টাকা চাঁদা দাবী করে আসছিল। ওই চাঁদা না দেয়ায় তাদেরকে বসতবাড়ি থেকে উচ্ছেদ করতে বসতবাড়ি ভাংচুর করে এবং নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়। এমনকি তারা মহিলাদের দেড় ভরি স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এ ব্যাপারে প্রতিকার চেয়ে আবদু রহিম বাদী হয়ে পেকুয়া থানায় এজাহার দায়ের করে।

পাঠকের মতামত: