ঢাকা,শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত-১ আহত-২

রিয়াজ উদ্দিন, পেকুয়া ::
পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাটাফাড়ি ব্রীজ সংলগ্ন বাইন্নাঘোনা এলাকায় টমটম উল্টে ১ জন নিহত ও ২ জন গুরুতর আহত হয়েছে। জানা যায়,

আজ ৯ মে সন্ধ্যা ৭ টার দিকে একটি যাত্রীবাহী টমটম পেকুয়া বাজার থেকে মগনামা লঞ্চঘাটের দিকে যাচ্ছিল। এ সময় বানিয়ারছড়া-মগনামা সড়কের কাটাফাড়ি ব্রীজ সংলগ্ন এলাকায় গাড়ীটি উল্টে যায়। এ সময় ৫ মাসের শিশু সামির মারা যায়। সে মগনামা বাইন্নাঘোনা এলাকার ছমদ আলীর পুত্র। আহতরা হলেন বারবাকিয়া বুধামাঝিরঘোনা এলাকার মৃত রমিজ আহমদের পুত্র মাহামুদুল করিম (২৫), ছমদ আলীর স্ত্রী শাহেদা বেগম(২৮) গুরুতর আহত হয়। আহতদের চমেক হাসপাতালে রেফার করা হয়েছে। সড়ক দুর্ঘটনার জন্য অদক্ষ চালকই দায়ী বলে এলাকাবাসীরা জানান।

পাঠকের মতামত: