ঢাকা,শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় লোহাগাড়ার স্কুল ছাত্র উদ্ধার

ODDAR-উদ্ধারপেকুয়া প্রতিনিধি :
পেকুয়ায় অপহৃত কুতুব উদ্দিন (৮) নামের এক স্কুল ছাত্রকে উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয়দের সহযোগিতায় উপজেলার টইটং ইউনিয়নের নতুনপাড়া থেকে থেকে তাকে উদ্ধার করা হয়। সে চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের সাতঘর উজাপাড়া এলাকার মো.হোসেনের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সুত্রে জানা গেছে একটি অপহরনকারী চক্র তাকে ওই দিন সকালে নিজ এলাকা থেকে কৌশলে অপহরন করে উপজেলার টইটংয়ে নিয়ে আসে। পরে ওই চক্র মুঠোফোনে ওই শিশুর পিতার কাছ থেকে ৫০হাজার টাকা মুক্তিপন দাবি করে। সন্ধ্যায় তার পরিবার পেকুয়ায় এসে তাকে উদ্ধারের জন্য প্রানপন চেষ্টা করে।

বিষয়টি তারা টইটং ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক জাহেদুল ইসলাম চৌধুরী ও জাতীয় পার্টি সভাপতি এস.এম মাহবুব ছিদ্দিকীকে অবহিত করে। তারা স্থানীয়দের সহযোগিতায় ওই দিন সন্ধ্যায় নতুনপাড়া এলাকার নেজাম উদ্দিনের বাড়ি থেকে তাকে উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন নেজাম উদ্দিনের ছেলে নোমানসহ কয়েকজন চক্র তাকে মুক্তিপন আদায়ের জন্য ওই ছাত্রকে অপহরন করেছে। পেকুয়া থানার পুলিশ এ বিষয়ে অবগত নয় বলে জানান।

পাঠকের মতামত: