ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় বিপুল পরিমাণ জাল নোটসহ যুবক আটক

পেকুয়া প্রতিনিধি ::  কক্সবাজারের পেকুয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জাল নোটসহ শফি নামের এক যুবককে গ্রেফতার করছে পেকুয়া থানা পুলিশ। এসময় তার কাছ থেকে আশি হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

আজ ২১ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুর সাড়ে তিন টার দিকে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে সদর ইউনিয়নের সাবেক গুলদি স্টেশনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শফি আলম সদর ইউনিয়নের সরকারি ঘোনা এলাকার মৃত মোজাহের আহমদের পুত্র।

এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী চকরিয়া নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সদর ইউনিয়নের সাবেক গুলদি এলাকায় অভিযান পরিচালনা করে শফি নামক এক জাল নোট কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তাকে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হবে।

পাঠকের মতামত: