ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় বজ্রপাতে যুবক নিহত

পেকুয়া প্রতিনিধি ::  কক্সবাজারের পেকুয়ায় বজ্রপাতে মুহাম্মদ নেজাম প্রকাশ মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে টইটং ইউপির খুনিয়াভিটা এলাকায় বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহত যুবক একই এলাকার নুরুল ইসলামের ছেলে।

পিতা নুরুল ইসলাম বলেন, সন্ধ্যার দিকে ছেলে মিয়া বাড়ির পার্শ্বে ঘুরতে বের হন। রাত সাড়ে ৮টার দিকে সে বাড়ির দিকে চলে আসতেছিল। বাড়িতে প্রবেশ করার আগ মূহর্তে ছেলে বজ্রপাতে আক্রান্ত হন। আমরা দ্রুত তাকে উদ্ধার করতে গিয়ে দেখি ছেলের নিথর দেহ পড়ে আছে।

তিনি আরো বলেন, ছেলে গত ১বছর আগে বিয়ে করেছেন। অনাগত সন্তানের মুখ দেখার আগে চলে যাওয়ায় পরিবারের সবাই শোকাহত। তার স্ত্রীও বিলাপ করে শোকে বারবার মূর্ছা যাচ্ছে।

পেকুয়া থানার এসআই আতিকুর রহমান বলেন, বজ্রপাতে যুবক নিহতের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এটা যেহেতু স্বাভাবিক মৃত্যু তাই পরিবারকে লাশ দাফনের অনুমতি দেয়া হবে।

পাঠকের মতামত: