ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

পেকুয়ায় পুকুরে ডুবে শিশুর সলিল সমাধি

নাজিম উদ্দিন, পেকুয়া ::

পেকুয়ায় পুকুরে ডুবে তাওহীদুল ইসলাম (৪) নামের এক শিশুর সলিল সমাধি হয়েছে। তাওহীদ উপজেলার বারবাকিয়া ইউনিয়নের অান্নর অালী পাড়া এলাকার প্রবাসী মামুনুর রশিদের ছেলে। আজ রবিবার (২৫ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। তাওহীদের চাচা অানসার অালী জানান,তাওহীদ সকালে সবার অগোচরে বাড়ির পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর পুকুরে ভাসমান লাশ পাওয়া যায়। তাওহীদের মর্মান্তিক মৃত্যুতে পরিবারে শোকের মাতান দেখা দিয়েছে।

পাঠকের মতামত: