ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

পেকুয়ায় ঘরে ঝুলছিল মাদ্রাসাছাত্রীর মরদেহ

নিজস্ব প্রতিবেদক, চকরিয়া :: কক্সবাজারের পেকুয়ায় গলায় ফাঁস দিয়ে শামরুক নাহার (২০) নামে এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যা করেছে। নিহত শামরুক উজানটিয়া এএস আলীম মাদ্রাসার আলীম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও রুপালী বাজার এলাকার বাহার উদ্দিনের মেয়ে।

আজ বুধবার (২৭ জুলাই) ভোরে রুপালীবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে একটি কক্ষে ঘরের আঁড়ির সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিল শামরুক। তাদের ধারনা রাতের কোন এক সময় গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে। মেয়েকে বিয়ে দিতে চেয়েছিল তাদের অভিভাবকরা। মেয়ে রাজি ছিলো না। মা-বাবার সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে বলে জানায় তারা।

মা গোলচেহার বেগম বলেন, রাতে খেয়ে ঘুমিয়ে পড়ছিল মেয়ে। ভোরে ফজরের নামাজ আদায় করতে রুমে ডাকতে যাই। কোন সাড়া শব্দ না পেয়ে বেড়ার ফাঁকে উঁকি দিয়ে দেখি মেয়ে ঘরের আঁড়ির সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলে রয়েছে। তারপর স্বজনরা দরজা ভেঙ্গে রুমে ডুকে দেখতে পায় আমার মেয়ে আত্মহত্যা করেছে। সাথে সাথে স্থানীয় জনপ্রতিনিধিসহ পেকুয়া থানাকে জানানো হয়েছে।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজ উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি।

পাঠকের মতামত: