ঢাকা,মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫

পেকুয়া থানার নতুন ওসি হিসেবে মোহাম্মদ আব্দুল মজিদ

গিয়াস উ‌দ্দিন, পেকুয়া ::oc pek a majid
কক্সবাজা‌রের পেকুয়া থানার নতুন ও‌সি হিসে‌বে নি‌য়োগ পে‌য়ে‌ছেন কুতুব‌দিয়া থানার ও‌সি আবদুল ম‌জিদ। আর পেকুয়া থানার ও‌সি‌ জিয়া  মোস্তা‌ফিজ‌কে ক‌ুতুব‌দিয়া থানায় বদলী  করা হ‌য়ে‌ছে।  কক্সবাজার পু‌লিশ সুপা‌র অ‌ফি‌সের বিশ্বস্থ্য সু‌ত্রে এ বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছে। আগামীকাল ২৪ শে মার্চ  নতুন ও‌সি আবদুল ম‌জিদ পেকুয়া থানায় যোগদান কর‌বেন ব‌লে জানা গে‌ছে।

ওসি মজিদ এর আগে কক্সবাজার জেলার কুতুবদ্বিয়া থানায় প্রায়ই ২ মাস, টেকনাফ থানায় প্রায়ই ১ বছর এবং রামু থানায় ১০ মাস একই পদে দায়িত্ব পালন করেন।

ফেনী জেলার বাসিন্দা ওসি আব্দুল মজিদ ১৯৮৬ সালে পুলিশ বিভাগের চাকুরীতে যোগদান করেন। সেই থেকে অনেক থানায় দায়িত্ব পালন করেন তিনি। ওসি আব্দুল মজিদ দুই ছেলে ১ মেয়ের জনক।

পাঠকের মতামত: