জিয়াউল হক জিয়া,কক্সবাজারঃ ::
আনোয়ারা-বাঁশখালী-চকরিয়া (এবিসি) আঞ্চলিক মহাসড়কের কক্সবাজারের পেকুয়ায় হাজীবাজার এলাকায় যাত্রীবাহী সিএনজি ও ডাম্পার গাড়ীর মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩জন সহ চালক,আরো একযাত্রী মিলে মোট-৫ জন লোক নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল ৭টার দিকে টৈইটং ইউপির হাজি বাজার গ্যারেজের সামনে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতেরা হলেন, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মধ্যম মাদার্শা এলাকার ফিরোজ আহমদ (৪৯), তার স্ত্রী শাহিন আকতার (২৯), তাদের ছয় মাস বয়সী সন্তান জাহেদুল ইসলাম।সিএনজি চালক পেকুয়ার ধনিয়াকাটা এলাকার মৃত ছৈয়দুল আলমের ছেলে মনিরুল মান্নান (২২) ও উজানটিয়া ইউনিয়নের নতুনঘেনা পেকুয়ার চর এলাকার মাওলানা বজল আহমদের ছেলে ক্বারী আব্দুর রহমান (৩২)। আহতদের নাম ও পরিচয় পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার ওসি (তদন্ত) দুর্জয় বিশ্বাস। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছেন, চট্টগ্রামমুখি যাত্রীবাহী ১টি সিএনজির সঙ্গে বিপরীতমুখী ১টি ডাম্প ট্রাক গাড়ীর মুখোমুখি সংঘর্ষ হলে,সিএনজিটি দুমড়ে-মুচড়ে গিয়ে একই পরিবারের ৩জন সহ মোট-৫ লোক ঘটনাস্থলে মারা যান।তবুও স্থানীয়রা দূর্ঘটনার শিকার লোকজনকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ৩জনকে মৃত ঘোষণা করেন।তৎমধ্য আহত শিশুকে চট্টগ্রামে নেওয়ার পথে মারা যায় আরেকজন চকরিয়া ম্যাক্স হাসপাতালে মারা যান।র্দুঘটনা কবলিত গাড়ী দুইটি জব্দ করেছি।আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।এবিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
পাঠকের মতামত: