ঢাকা,মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪

পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মঞ্জু গ্রেপ্তার

পেকুয়া সংবাদদাতা:
পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান মোঃ নুরুজ্জামান মঞ্জুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পেকুয়া থানার এএসআই মেজাবহ একদল পুলিশ ফোর্স নিয়ে তাকে গ্রেপ্তার করে।

এএসআই মেজবাহ বলেন, নুরুজ্জামান মঞ্জুর বিরুদ্ধে চেক প্রতারণা মামলায় আদালত কর্তৃক গ্রেপ্তারী পরোয়ানা ছিল। সোমবার রাতে গোপন সংবাদে পুলিশ জানতে পারে সে বাড়িতে অবস্থান করছে। রাতেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পেকুয়া থানার ওসি কামরুল আজম বলেন, গ্রেপ্তারকৃত নুরুজ্জামান মঞ্জুকে আজ মঙ্গলবার আদালতে প্রেরণ করা হবে।

পাঠকের মতামত: