ঢাকা,শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫

পুলিশের মহাপরিদর্শক চট্টগ্রামে আসছেন

চকরিয়া নিউজ ডেস্ক :

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ইন্সপেক্টর অব জেনারেল (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) চট্টগ্রামে সফর আসছেন।

আগামী ২৩শে জুলাই তিনি ২দিনের সফরে চট্টগ্রামে আসছেন বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

তিনি বান্দরবান পার্বত্য জেলা ও কক্সবাজার জেলা, ও পুলিশের বিভিন্ন উধ্বর্তন অফিসার ও ফোর্সের সাথে বিশেষ কল্যাণ ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় যোগদান করবেন।

এসময় আইজিপি বান্দরবান জেলার সদর থানা, লামা থানা, সোনাইছড়ি পুলিশ ফাঁড়ি, কাগজীখোলা পুলিশ ফাঁড়ির নতুন ভবন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।

পরের দিন ২৪শে জুলাই সকাল ৯টায় আইজিপি চট্টগ্রাম সিএমপি, চট্টগ্রাম রেঞ্জ, পিবিআই, ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, এপিবিএন ও চট্টগ্রাম জেলা পুলিশের সাথে বিশেষ কল্যাণ ও আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় যোগদান করবেন।

সিএমপি ও চট্টগ্রাম রেঞ্জ এর উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগদান শেষে রাতে তিনি ঢাকার উদ্দেশ্যে চট্টগ্রাম শাহ্ আমানত বিমান বন্দর ত্যাগ করবেন বলে জানা গেছে।

পাঠকের মতামত: