ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

পিলখানায় নিহত সেনা কর্মকর্তাদের শ্রদ্ধা জানাবে বিএনপি

PILKHANA1456311511সি এন ডেস্ক ::
তদানীন্তন বাংলাদেশ রাইফেলসের (বিডিআর) সদর দফতর পিলখানায় বিদ্রোহের ঘটনায় নিহত সেনা কর্মকর্তাদের সমাধিতে শ্রদ্ধা জানাবে বিএনপি।

রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ১১টায় বিএনপির উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল চেয়ারপারসন খালেদা জিয়া পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করবেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০০৯ সালে বিডিআর (বর্তমান বিজিবি) বিদ্রোহের ঘটনায় ৫৭ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে হত্যা করে বিডিআরের কিছু বিপথগামী সদস্য। বনানীর সামরিক কবরস্থানে তাদের সমাহিত করা হয়। রাইজিংবিডি ডট কম

পাঠকের মতামত: