ঢাকা,সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

পালিয়ে বিয়ে করতে চান সোনম!

ব্যক্তিজীবন নিয়ে কখনো মিডিয়াতে কথা বলেন না বলিউড অভিনেত্রী সোনম কাপুর। তারকা সোনম সবার কাছে সমাদৃত হলেও ব্যক্তি সোনম বরাবর আড়ালেই থেকে যান। যে কারণে তাকে ঘিরে ভক্তদের আগ্রহও কম নয়। কার সঙ্গে প্রেম করছেন? বিয়ে কবে করবেন এসব নিয়ে নানা জল্পনা সবার। তবে ভক্তদের এবার আর সেসব কৌতুহলের মধ্যে না রেখে বিয়ের পরিকল্পনার কথা নিজেই বললেন সোনম। সম্প্রতি এক সাক্ষাতকারে অনিল কাপুর কন্যা বলেন, পালিয়ে গিয়ে বিয়ে করার খুব ইচ্ছা। এটা ভালো একটা আইডিয়া। তাছাড়া কোনো ঝামেলাও নেই। সোনম আরও বলেন, আমি জানি না কবে বিয়ে করব, তবে সারাক্ষণ আমাদের এত মেকআপ করে থাকতে হয় তাতে বিয়ের দিন একদম সিম্পল ড্রেস পরার ইচ্ছে রয়েছে। যাতে খুব হাল্কাভাবে শুধু মজা করতে পারি। দিল্লিতে একটি ফ্যাশন হাউস উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়ে সোনম এসব কথা সংবাদ মাধ্যমের সঙ্গে শেয়ার করেছেন।

পাঠকের মতামত: