ঢাকা,রোববার, ২২ ডিসেম্বর ২০২৪

পপি করোনায় আক্রান্ত 

নিউজ ডেস্ক ::  জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা পপি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। উপসর্গ নিয়ে বেশ কয়েকদিন ভোগার পর তিনদিন আগে নমুনা পরীক্ষা করান। সেখানে ফল পজিটিভ পাওয়া গেছে বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন এই নায়িকা।

বর্তমানে পপি খুলনার খালিশপুরে তার নিজ বাড়িতে আছেন। সেখানেই তার চিকিৎসা চলছে।
আজ (২৪ জুলাই) বিকালে মুঠোফোনে পপির ছোট ভাই বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জ্বর, গলাব্যথা, কাশির সঙ্গে কিছুটা শ্বাসকষ্ট রয়েছে আপুর। এগুলো কমলে আবারও পরীক্ষা করা হবে।’
প্রায় পাঁচ মাস আগে পপি নিজ এলাকা খুলনায় গিয়েছিলেন। এরপরই বাংলাদেশ করোনা আক্রান্ত হয়। তখন তিনি বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, পরিস্থিতি স্বাভাবিক না হলে ঢাকায় ফিরবেন না। সেখানেই নিরাপদে থাকতে চান। এরমধ্যে নিজের সামর্থ্যের মধ্যে কয়েক দফায় খালিশপুর ও পার্শ্ববর্তী এলাকায় অসচ্ছল মানুষদের ত্রাণ বিতরণ করেন পপি।
দোয়া চেয়ে পপি জানান, বর্তমানে তিনি বাসাতে আইসোলেশনে আছেন। পরিবারের সদস্যদের থেকে আলাদা আছেন।

পাঠকের মতামত: