ঢাকা,বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

নৌকা এমন ডোবা ডুবেছে যে তারা ভয়ে আছে -খালেদা

নিউজ ডেস্ক ::

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, দেশে ডিজিটাল আইনের নামে কালাকানুন করা হয়েছে।

ডিসেম্বরে নির্বাচন হলে এত আগে আওয়ামী লীগ প্রচারণা চালাচ্ছে কারণ নৌকা এমন ডোবা ডুবেছে যে তারা ভয়ে আছে।

আজ শনিবার দুপুরে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সভায় স্বাগত বক্তব্যে একথা বলেন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন বলেন, বিএনপি যাতে সত্য কথাগুলো প্রচার করতে না পারে সেজন্য ডিজিটাল নিরাপত্তা আইন করে জনগণের অধিকার হরণ করছে সরকার।

সাংবাদিকরা মিডিয়া, টকশোতে সত্য কথা বললেই তাদের গায়ে কাঁটা ফোটে। তিনি বলেন, সহায়ক সরকার হলে নির্বাচনে পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে। এ জন্য সহায়ক সরকারের প্রস্তাবনা দিয়েছে বিএনপি।

বিএনপি চেয়ারপারসন আরও বলেন, নির্বাহী কমিটির বহু কমিটির নেতা আজ কারাগারে। জনগণের সব গণতান্ত্রিক অধিকার সরকার কেড়ে নিয়েছে। যার প্রমাণ আজকের এই সভা। আমরা তো এ সভা এখানে করতে চাইনি। বাধ্য হয়ে করছি। এর আগে বেলা সোয়া ১১টার দিকে বৈঠকটি শুরু হয়। এরপর বেলা ১১টা ৫৫ মিনিটে বক্তব্য শুরু করেন খালেদা জিয়া।

বিএনপি প্রধানের বক্তব্য সারাদেশে ছড়িয়ে থাকা নেতাকর্মীরা সরাসরি যেন শুনতে পারেন সেজন্য ফেসবুকের তিনটি পেজে এই ভাষণ দেখার ব্যবস্থা করা হয়েছে।

পাঠকের মতামত: