ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

নিজামীপত্নী পরিচালিত স্কুল থেকে ১৮ জামায়াতকর্মী আটক

file-40-300x188রাজধানীর বাড্ডা থেকে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত মতিউর রহমান নিজামীর স্ত্রীর পরিচালিত একটি স্কুল থেকে জামায়াতে ইসলামীর ১৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার সকালে ডিআইটি প্রজেক্টের ৮ নম্বর সড়কের ২৫ নম্বর বাড়িতে অবস্থিত ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল অ্যা ণ্ড কলেজ থেকে তাদের আটক করা হয়।

বাড্ডা থানার ওসি এম এ জলিল জানান, জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ‘গোপন বৈঠক করছে’ খবর পেয়ে শুক্রবার সকালে ওই স্কুল থেকে তাদের আটক করে।

শামছুন্নাহার নিজামী আটক করা হয়েছে কিনা জানতে চাইলে ওসি বলেন, ‘মতিউর রহমান নিজামীর স্ত্রী শামছুন্নাহার নিজামী ওই স্কুলের অধ্যক্ষ। কিন্তু ঘটনার সময় তিনি ছিলেন না।’

এম এ জলিল বলেন, ‘বাড্ডা থানা জামায়াতের আমির ফখরুদ্দিন মো. কেফায়েতুল্লাহ স্কুলটির ভাইস প্রিন্সিপাল। তিনিই এই শাখাটি চালাতেন। তাকে আটক করা হয়েছে। তার পরিবারের অন্য সদস্যদেরও আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। বাড়ির মালিক বিল্লাল হোসেনসহ মোট ১৮ জনকে আটক করা হয়েছে।’

ওই ভবন থেকে কোনো কিছু জব্দ করা হয়েছে কি না জানতে চাইলে এই পুলিশ কর্মকর্তা বলেন, এ বিষয়ে পরে বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

ছয়তলা ভবনের ওই বাড়ির তৃতীয় ও ষষ্ঠ তলা ছাড়া বাকি ফ্লোরগুলো স্কুল ও কলেজের কাজে ব্যবহৃত হয়।

ষষ্ঠ তলায় বাড্ডা থানা জামায়াতের আমির ফখরুদ্দিন কেফায়েত উল্লাহ এবং তৃতীয় তলায় বাড়ির মালিক বেলাল হোসেন থাকেন।

পাঠকের মতামত: