ঢাকা,শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫

নিঃশর্ত ক্ষমা প্রার্থনা কামরুলের

kamrulপ্রধান বিচারপতিকে নিয়ে মন্তব্য আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

সোমবার ক্ষমার আবেদন করেন তার আইনজীবীরা। কামরুলের আইনজীবী মামুন মাহবুব পরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

মামুন মাহবুব জানান, খাদ্যমন্ত্রী দেশের বাইরে থাকায় সশরীরে উপস্থিত থাকার জন্য তিনি এক সপ্তাহ সময়ের আবেদন করেন।

৮ মার্চ মীর কাসেম আলীর মামলার আপিলের রায়ের দিনে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক ও খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে আদালত অবমাননার দায়ে কেন দোষী সাব্যস্ত করা হবে না- এ মর্মে রুল জারি করেছিলেন আদালত। রুলের জবাব দেওয়ার শেষ দিন ছিল সোমবার।

দুই মন্ত্রীকে ১৫ মার্চ সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছিলেন আদালত।

উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া মীর কাসেম আলীর আপিলের রায়কে কেন্দ্র করে প্রধান বিচারপতির বক্তব্যের সমালোচনা করে গত ৫ মার্চ রাজধানীতে এক সেমিনারে বক্তব্য দেন সরকারের দুই মন্ত্রী কামরুল ইসলাম ও আ ক ম মোজাম্মেল হক।

পাঠকের মতামত: