ঢাকা,শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪

নাইক্ষ‌্যংছড়ি’র ঘুমধুম সীমান্ত থেকে ১ লক্ষ ইয়াবা উদ্ধার! 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে ৩৪ বিজিবি।
মঙ্গলবার (৪ জুন) রাতে ঘুমধুম ফাত্রাঝিরি এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
বুধবার (৫জুন) দুপুরে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ আনোয়ার হোসেন পিএসসি এক স্বাক্ষরিত মাধ্যমে একপ্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজিবি জানায়, সীমান্তে মাদকবিরোধী অভিযান শুরু করেন বিজিবি একটি দল। এসময় নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ফাত্রাঝিরি এলাকায় অভিযান চালিয়ে এক লাখ পিস বার্মিজ ইয়াবা জব্দ করা হয়। যা আনুমানিক বাজারের মূল্যে দুই কোটির টাকা।
কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, সীমান্ত এলাকায় বিজিবি’র মাদক ও চোরাচালান বিরোধী কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পাঠকের মতামত: