ঢাকা,বুধবার, ১ জানুয়ারী ২০২৫

নবনির্বাচিত চকরিয়া উপজেলা চেয়ারম্যান সাঈদী শুভেচ্ছা জানালেন প্রতিদ্বন্দ্বি প্রার্থী গিয়াসউদ্দিনকে

এম.জিয়াবুল হক, চকরিয়া ::

চকরিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। গত ১৮ মার্চ অনুষ্ঠিত চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে জনগনের বিপুল ভোটে বিজয়ী হন আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আলহাজ্ব ফজলুল করিম সাঈদী। গতকাল বিকালে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী কক্সবাজার সদর উপজেলা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী কাইছারুল হক জুয়েল এর সমর্থনে ইসলামপুর ইউনিয়নে আওয়ামীলীগের নির্বাচনী প্রচারনায় অংশনিতে যাচ্ছিলেন। ওইসময় তিনি চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ফাসিয়াখালী ইউনিয়ন পরিষদের পদত্যাগী চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরীর ভেন্ডিবাজারস্থ অফিসে উপস্থিত হয়ে গিয়াস উদ্দিন চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান নব নির্বাচিত চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী।

ফুলেল শুভেচ্ছা বিনিময়ের আগে দুইজন কোলাকুলি করেন। এসময় নবনির্বাচিত চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী নির্বাচনের বৈরীতা ভূলে গিয়ে তাঁর দায়িত্বপালনকালে গিয়াস উদ্দিন চৌধুরীর সহযোগিতা কামনা করেন।

জানতে চাইলে চকরিয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ ফজলুল করিম সাঈদী বলেন, আমরা পৃথকভাবে নির্বাচন করেছি। নির্বাচনে জয়-পরাজয় আছে। এটি সবাইকে মেনে নিতে হবে। আশাকরি তিনি নির্বাচনী সব ধরণের বৈরীতা ভুলে আমাদের মধ্যে আওয়ামীলীগের সাংগঠনিক কর্মকান্ডে নিজেদের ভূমিকা আরো বৃদ্ধি পাবে।

চকরিয়া উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী’র প্রতিদ্বন্দ্বি চেয়ারম্যান প্রার্থীকে শুভেচ্ছা জানানোর বিষয়টি স্থানীয়ভাবে সকলের মাঝে ইতিবাচক দৃষ্টান্ত বলে অভিমত প্রকাশ করেছেন রাজনৈতিক সচেতন মহল। তাদের দাবি, বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের সভ্যতা রাজনীতিতে সাধরণত: দেখা যায়না। নতুন উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী এক্ষেত্রে একটি ভাল দৃষ্টান্ত স্থাপন করলেন। বিষয়টি এখন চকরিয়া উপজেলার ‘টক অব দা চকরিয়া’ হিসাবে আলোচিত হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ের ছবিগুলো ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে।

পাঠকের মতামত: