ঢাকা,রোববার, ১২ জানুয়ারী ২০২৫

দেড় কোটি টাকা অনুদান পাচ্ছেন ১৯৬ জন সাংবাদিক

বিডিনিউজ :
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আওতায় এবার ১৯৬ জন দুঃস্থ, অসুস্থ, দুর্ঘটনায় আহত সাংবাদিক এবং নিহত সাংবাদিকদের পরিবারকে এক কোটি ৪০ লাখ টাকা দেবে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার তার কার্যালয়ের শাপলা হলে অনুদানের চেক হস্তান্তর করবেন বলে মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু জানান। মন্ত্রী বলেন, ২০১২ সালে সাংবাদিক সহায়তা অনুদান ও ভাতা নীতিমালা করেই সরকার থেমে নেই। সাংবাদিকদের কল্যাণকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে গঠন করেছে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট। ওই নীতিমালার আওতায় ২০১২ সাল থেকে দুঃস্থ ও অসুস্থ সাংবাদিকদের আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।
সরকার সঠিক তথ্য প্রবাহের ওপর সরকার গুরুত্ব দিয়েছে মন্তব্য করে তথ্যমন্ত্রী ইনু বলেন, সঠিক তথ্যপ্রবাহ জঙ্গি-সন্ত্রাস দমন এবং সাম্প্রদায়িক বোমা নিষ্ক্রিয় করতে ভূমিকা রাখে। সরকার সঠিক তথ্য প্রবাহের ওপর গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “এ ব্যাপারে তথ্য মন্ত্রণালয় আপনাদের (সাংবাদিক) কাছে সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করছে, আপনারাও আপনাদের জায়গা থেকে যে ভূমিকা রেখেছেন তা প্রশাংসনীয়।”জাতীয় সম্প্রচার আইন চূড়ান্ত পর্যায়ে আছে জানিয়ে ইনু বলেন, শিগগিরই আইনটি মন্ত্রিসভায় পাঠানো হবে। বর্তমান সরকারের সময় নেওয়া তথ্য মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকা- সংবাদ সম্মেলনে তুলে ধরেন তথ্য সচিব মরতুজা আহমদ। সাংবাদিকদের প্রশ্নে প্রধান তথ্য কর্মকর্তা এ কে এম শামীম চৌধুরী জানান, অনলাইন গণমাধ্যমের অ্যাক্রিডিটেশন কার্ড নবায়ন প্রক্রিয়া বন্ধ রাখা হয়নি।

পাঠকের মতামত: