অনলাইন ডেস্ক: দেশের ৯২টি দৈনিক সংবাদপত্রের অনলাইন পোর্টাল পরিচালনার জন্য নিবন্ধনের অনুমতি দেয়া হয়েছে।
তথ্য মন্ত্রণালয়ের এক নির্দেশনায় এই অনুমোদন দেয়া হয়। পত্রিকাগুলোকে নির্দেশনার পর ২০ কার্যদিবসের মধ্যে নিবন্ধন সংক্রান্ত সকল প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।
তথ্য মন্ত্রণালয়ের উপসচিব নাসরিন পারভীন এর স্বাক্ষরিত নির্দেশনাটি ৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)জারি করা হয়।
৯২ টি পত্রিকার মধ্যে ঢাকা থেকে জাতীয়ভাবে প্রকাশিত ৫৭ টি, চট্টগ্রাম থেকে প্রকাশিত ১০টি খুলনা থেকে প্রকাশিত ৪টি রাজশাহী থেকে প্রকাশিত ৪টি বরিশাল থেকে প্রকাশিত ৪টি, রংপুর থেকে প্রকাশিত ৪টি, সিলেট থেকে প্রকাশিত ৭টি এবং ময়মনসিংহ থেকে প্রকাশিত ২টি পত্রিকা রয়েছে।
পাঠকের মতামত: