ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

দুই দস্যু বাহিনীর বন্দুকযুদ্ধে নিহত ১, আটক ২

টেকনাফ প্রতিনিধি ::

কক্সবাজারের টেকনাফে দুই দস্যু বাহিনীর বন্দুকযুদ্ধে বাইল্যা (৩০) নামে এক দস্যু নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে আনসার ক্যাম্পে হামলা ও লুট মামলার আসামি দুই দস্যুকেও গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে এ ঘটনা ঘটে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বন্দুকযুদ্ধের খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে আবদুর রাজ্জাক ও আব্দুস সালাম নামে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।

এ সময় নুরুল আলম নামে এক ডাকাত গুলিবিদ্ধ অবস্থায় পালিয়ে যায়। গ্রেপ্তার দুই জনেই আনসার ক্যাম্পে হামলা ও লুট মামলার আসামি বলে জানান ওসি।

পাঠকের মতামত: