ঢাকা,শনিবার, ১১ জানুয়ারী ২০২৫

ঢাকাকে ক্যাসিনোর শহর বানিয়েছে বিএনপি: ওবায়দুল কাদের

ডিবিসি : ঢাকা শহরের সব ক্যাসিনো বিএনপি ক্ষমতায় থাকার সময় তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী। শুক্রবার, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন ওবায়দুল কাদের।

এ সময়, তিনি আরও বলেন এমন না যে আমরা নির্বাচনকে সামনে ব্যবস্থা নিচ্ছি। আমরা প্রথম দিকেও এ ব্যাপারে ব্যবস্থা নিয়েছি। বিএনপি ক্ষমতায় থাকাকালীন এসব অবৈধ ক্যাসিনোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।

বিএনপি যা করতে পারেনি আওয়ামী লীগ সরকার তা করে দেখিয়েছে। সকল অবৈধ কর্মকান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে শেখ হাসিনার জনপ্রিয়তা আরও বৃদ্ধি পেয়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

শুধু ছাত্রলীগ বা যুবলীগ নয় যারা অপকর্মের সঙ্গে জড়িত তাদের কাউকেই ছাড় দেয়া হবে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।

পাঠকের মতামত: