ঢাকা,মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

ডেঙ্গু রোগীদের খোঁজখবর নিতে হাসপাতালে জেলা প্রশাসক

ইমাম খাইর, কক্সবাজার ::
কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের খোঁজখবর নিতে গেলেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।
শনিবার (৩ জুলাই) দুপুরে তিনি হাসপাতালে স্থাপিত ‘ডেঙ্গু কর্ণারে’ গিয়ে রোগী ও কর্মরত ডাক্তারদের সাথে কথা বলেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল অাফসার, হাসপাতালের সুপার ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
হাসপাতাল সূত্র জানিয়েছে, ইতিমধ্যেই ডেঙ্গু রোগে আক্রান্ত কক্সবাজার জেলার ৩৩ জনের মধ্যে ২১ জন চিকিৎসাধীন আছেন এবং ১২ জন চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন। কক্সবাজার সদর হাসপাতালসহ উপজেলা পর্যায়ের সকল হাসপাতালে ডেঙ্গু রোগের চিকিৎসার জন্য ডাক্তার ও নার্স সার্বক্ষণিক সময়ের জন্য নিয়োজিত আছেন।
হাসপাতালের সুপার ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন চকরিয়া নিউজকে বলেন, যে কারো জ্বর হলে এবং ডেঙ্গু রোগের লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে আসুন, চিকিৎসা সেবা নিন। সরকার সকল সেবা নিয়ে আপনার পাশে আছে।

পাঠকের মতামত: