ঢাকা,বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

ডেঙ্গু এখন চকরিয়ায়, তিন ডেঙ্গু রোগী সনাক্ত

চকরিয়া প্রতিনিধি ::  চকরিয়ায়ও ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। দুই দিনে অর্ধশতাধিক নারী-পুরুষকে পরীক্ষার পর মহিলাসহ তিনজন ডেঙ্গু রোগী সনাক্ত হয়।

উপজেলার প্রাইভেট হাসপাতাল জমজমের এমডি গোলাম কবির চকরিয়া নিউজকে বলেন, এই হাসপাতালে ৩০ জন নারী-পুরুষ ডেঙ্গু আক্রান্ত কিনা দেখতে টেষ্ট করায়।

এসময় বুধবার ও বৃহস্পতিবার ডেঙ্গু আক্রান্ত হিসেবে তিনজনকে সনাক্ত করা হয়। আক্রান্তদের মধ্যে জমজম হাসপাতালের একাউন্টস অফিসারের স্ত্রী, স্থানীয় অপর এক যুবক ও ব্রাক্ষ্মণবাড়িয়ার একজন রয়েছে।

মা ও শিশু হাসপাতালের এমডি মো. জাকারিয়া চকরিয়া নিউজকে বলেন, ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর কিছুটা ভাল হয়ে নিজ বাড়ি চকরিয়ায় পূর্ব বড় ভেওলায় আসে রুহুল কাদের। বৃহস্পতিবার ফের তিনি বমি করলে হাসপাতালে ভর্তি হন।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.মোহাম্মদ শাহবাজ চকরিয়া নিউজকে বলেন, সরকারী হাসপাতালে ২০জন ডেঙ্গু সনাক্ত পরীক্ষা করলেও তাদের কেউই আক্রান্ত নয়। তবে উপজেলার বেসরকারী হাসপাতালগুলোতে মনিটরিং করতে গিয়ে জমজম হাসপাতালে তিনজন ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে।

পাঠকের মতামত: